তোমার সান্নিধ্যে,তোমার প্রেরণায়,
ভালোবাসার পরম মমতায়,
মনের মাধুরি মিশিয়ে
অভিমানে অনুরাগে অনায়াসে,
লিখেছিলাম শত শত কবিতা।


ফুল, ফল,নদী, নালা, সমুদ্র,
আকাশ, মাটি,পাহাড়, ঝর্ণাধারা,
মিলেমিশে একাকার হয়েছিল কবিতায়,
শুধুই তোমার ভালোবাসায় !


হঠাৎ, তোমার নীরব প্রস্থানে,
চারিদিকে সুনসান নীরবতা আর শূন্যতা,
মনের সাথে আড়ি দিয়েছে বুঝি আজ কবিতা।


শত চেষ্টায় শব্দ আসেনা মাথায়,
ছন্দের অন্তমিল পাইনা খুঁজে কবিতায়,
অভিধানের পাতাগুলোও যেন আজ গেছে মুছে!


তোমার বিরহ ব্যথায়,
কবিতা আজ অভিমানী হায়!
আমিও আজ বড়ো অসহায়।


নিঠুর নিয়তির বিধানে,
অমানিশার কালো ছায়া আজ আমার জীবনে।
মন যদি আর না দেয় সায়,
এভাবে কি কবিতা লিখা যায় !


===================================


২০০ তম কবিতা।
-----------------


উৎসর্গ ® তাকে,যে আজ নেই পাশে ।


"তুমি" কবিতা ভালোবাসো  তাই, সেই যে শুরু করেছিলাম কবিতা লিখা তোমার অনুপ্রেরণায় আজ পূর্ণ হলো ২০০তম কবিতা।  এটা আমার কাছে মনে হচ্ছে একটা আশ্চর্যের মতো, মাঝে মাঝে নিজকে প্রশ্ন করি, এই আমি কিভাবে এতো কবিতা লিখে ফেললাম!
হ্যাঁ সত্যিই, তা সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। কিন্তু দুঃখ আমার আজ তুমি নেই নেই নেই !!!
আমার চারপাশে শুধুই শূন্যতা আর হতাশা ।


===================================