এই মধু যৌবনে তোমায় যদি নাহি পাই,
বয়স তোমার একশো হলেও হাতটি ধরতে চাই।
নরম কোমল শরীরের চামড়া যখন যাবে খসে খসে,
তখন না হয় বাসবো ভালো মনের আবেশে।
ভালোবাসার পরশে যখন রাঙাবো তোমার দেহমন,
মগ্ন হয়ে বলবে আমায় এতো দিন কোথায় ছিলে হে মোর প্রিয়জন।
বলবো আমি পথ চেয়ে বসে ছিলাম খোঁজনি আমার মন,
বলবে তখন ভুল হয়েছে বুঝিনি তুমি এমন।
উন্মাদনায় তুমি যখন হয়ে যাবে আনচান,
জড়িয়ে ধরে বলবে আমায়, ফেরানো যাবে কি যৌবন।