ফুলের সৌরভে সুরভিত
ঝর্ণা ধারার মতো প্রবাহিত
রিমঝিম বৃষ্টির মতো ছন্দময়
ভোরের আলোর মতো স্নিগ্ধময়
বসন্তের বাতাসের মতো উষ্ণ
স্বচ্ছ জলের মতো সুন্দর
ভালোবাসায় পরিপূর্ণ
ছিল তোমার মন।


আজ কেন?


মরুভূমির মতো তক্ত
পাথরের মতো শক্ত
মরা গাঙের মতো স্রোতহীন
দুপুরের রোদের মতো তপ্ত
অমাবস্যার মতো অন্ধকার
জড় বস্তুর মতো প্রাণহীন
ভালোবাসাহীন
হলো তোমার মন।


ফিরে এসো আবার,


ফুলের সৌরভে
ঝর্ণা ধারায়
রিমঝিম বৃষ্টিতে
ভোরের আলোয়
বসন্ত বাতাসে
স্বচ্ছ জলে
ভালোবাসার পরিপূর্ণতায়।