শোন, মোর মনোহরিনী,
দীর্ঘ দিবস রজনী
তোমার বিয়োগ ব্যথায়,
হয়েছি আজ আমি অসহায়।


সম্পর্ক স্থাপন অনেক সহজ জানি,
সম্পর্ক ধরে রাখা ভীষণ কঠিন মানি।
সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা,
জীবনকে চিবিয়ে খায় বিষাদের নীল বেদনা।


চলতি পথে ভুল হওয়াটাই স্বভাবিক যেমন,
ভুল শুদ্ধ মিলিয়েইতো মানুষের জীবন।
আবার ভুল করে যদি কেউ নত হয়,
সেই ভুলের মাশুল হবে কেন এতো নির্দয়।


অতীতের যতো রাগ,ভুলে যাও আজ,
রজনীগন্ধা হাতে নিয়ে,
বন্ধুত্বের উদাত্ত আহ্বান জানিয়ে বলছি,
ফিরে এসো আজ।