নষ্ট কিংবা পথভ্রষ্ট
স্বার্থপর অথবা অকৃতজ্ঞ
উন্মাদ বা উদভ্রান্ত
তুমি আমায় যাই ভাবো
আমার কিচ্ছু যায় আসে না
আমি যে মগ্ন, আমি যে আচ্ছন্ন
শুধুই তোমাতে।


হীনচরিত্র কিংবা কামানল
লোভী অথবা প্রবঁচক
মিথ্যুক বা দাগাবাজ
তুমি আমায় যাই ভাবো
তাতেও আমার কিচ্ছু যায় আসে না
আমি যে বিমুগ্ধ, আমি যে মত্ত
শুধুই তোমাতে।


দিন যায় রাত্রি আসে
গ্রীস্ম বর্ষা শরৎ যায়
হেমন্ত শীত বসন্ত আসে
তাতেও তো আমার কিচ্ছু যায় আসে না
আমি তো পড়ে আছি
শুধুই তোমার বসন্তে।


দেহতরী আমার সাথে
আত্মা যে তোমাতে বিলীন
পাপ বুঝিনা, পুন্যও খুঁজি না
দিবানিশি পড়ে থাকি
শুধুই তোমাতে।


নত মাথায় বারে বারে বলি
গ্রহণ করো গ্রহণ করো
আমার এই হৃদয় নিংড়ানো ভালোবাসা
তুমি গ্রহণ করো।