হে চির যৌবনা,হে মোর প্রনয়িনী
তুমি অনিন্দ্য সুন্দর,তুমি পুস্পরস
তাইতো, দৃষ্টি তুলে যখন অ'পলক নয়নে তাকাই!
সুনিপুণ নির্মানশৈলীর
কারুকাজের চাকচিক্যময়
মেহেদি রাঙা চুল,কাজল কালো চোখ
স্মিত মুখ,সুগঠিত বুক আর
রং রুপে সৌন্দর্যে প্রসারিত
তোমার অনশ্বর যৌবনের দিকে,
কামনার তীব্র উত্তেজনায়
আমার সঞ্চিত,পৌরুষদীপ্ত দেহতরী
থর থর করে কেঁপে উঠে
তোমায় আলিঙ্গনের প্রতিক্ষায়।
তোমার শীতল স্পর্শের অনুভূতি
বাকশক্তিহীন করে আমায়।
অচেনা স্বর্গীয় সুখের আশায়
হারিয়ে ফেলি সাময়িক চৈতন্যবোধ,
যখন চৈতন্য ফিরে পাই,
দেখি কামনার মায়াজালে আবদ্ধ
তুমি আর আমি
আর এভাবেই কাটে
মোর হাজারো বিনিদ্র রজনী।