চাকচিক্যময় দুনিয়ার কৃত্রিম মোহ,
লোভ লালসা, কামনা বাসনা,
যাপিত জীবনের রঙ্গলীলা,
বাতাসের সাথে তাল মিলিয়ে
নীল আকাশে ঘুড়ির মতো উড়তে থাকা,
জীবনকে মনে হয় কতো রঙিন!


বিপদ যখন দুয়ারে কড়া নাড়ে,
যাপিত জীবনের সব কিছুই তখন মনে হয় অর্থহীন।
যখন সব পথ বন্ধ হয়ে
অন্ধকার নেমে আসে জীবনে,
তখন শেষ আশ্রয় মহান প্রভু তুমিই।


ভুলে ভরা জীবনখাতার পাতা যখন উল্টাই,
ছলছল নয়নে সেজদায় রত হয়ে
ক্ষমা চাই,কৃপা চাই,আশ্রয় চাই,
হে পারওয়ারদেগার।