হে জীবন !
অনেকটা পথ পাড়ি দিয়ে আজ এই অবেলায় এসেছো বিবর্ণ এই  প্রান্তে,
সুন্দর সময় নষ্ট করেছো অবহেলা আর অকর্মে,
মানবতার আহবান তাচ্ছিল্য করেছো যৌবনের উন্মাদনায়,
দুনিয়ার রঙ্গলীলায় পড়ে
একদম ভুলে গেছো পরকালের পূণ্য অর্জন,
অনাচার আর পাপাচারে কেটেছে
তোমার পুরোটা যৌবন,
দুস্থ অসহায় মানুষের কান্নার আওয়াজ শুনেও ছিলে তুমি নীরব,
আয়েশী সময়ের বিলাসী ব্যস্ততায় ছিলে তুমি তখন সরব।


হে জীবন !
এভাবে চলবে আর কতোকাল,
দিনে দিনে বাসা বাঁধছে তোমার দেহে জঞ্জাল।
বিষন্নতা জমেছে আজ মনে,
শান্তি নেই আজ আর কোন স্থানে।
কালো চুল সাদা হয়ে ঝরছে পড়ে মাটিতে,
চোখের জ্যোতি কমে চোখ আটকে গেছে চশমার ফ্রেমে,
দাঁতগুলো আজ নড়বড়ে, রুচি নেই আর মাংস পোলাওয়ে,
দু'কদম হাঁটতে গেলেই ক্লান্তি আসে দেহে।
সুসময়ের সাথীরা আজ আর আসে না কাছে ।


হে জীবন !
সময়কে অবহেলায় এখন দিশেহারা তোমার ভুবন,
সময় চলে গিয়েছে সময়ের পথে,
সময়কে কাজে লাগাতে পারনি তুমি তোমার জীবনের সাথে,
অসময়ে এসে এখন আর কেঁদে কি হবে।
সময়ের মূল্য সময়েই দিতে হয়,
অসময়ে এসে এখন শুধু হায় হায়।


===================================


উৎসর্গ > কবি এম,এ, সালাম (সুর ও ছন্দের কবি)


প্রিয় কবি এম,এ, সালাম (সুর ও ছন্দের কবি)র
"শেষ পরিণতি" কবিতা পাঠে ভীষণ মুগ্ধ হয়ে লিখার চেষ্টা করলাম আমার আজকের কবিতা "হে জীবন "
তাই আমার এই কবিতাটি প্রিয় কবিকেই উৎসর্গ করলাম।


আপনার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি।
===================================