দানবের রক্তচক্ষু উপেক্ষা করে,
বর্বর হিংস্রতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে,
চোখের জলে স্বজনের মায়া ত্যাগ করে,
জীবন নিশ্চিত বিপন্ন জেনেও,
মৃত্যু ভয়কে জয় করে,
বীরের বেশে ঝাঁপিয়ে পড়লে,
হায়েনাদের বিরুদ্ধে নিরস্ত্র হাতে,
দেশ মাতৃকাকে  মুক্ত করতে,
সালাম, তোমাদের লাল সালাম
জাতির হে প্রিয় সূর্যসন্তান।


দিয়েছো রক্ত,হয়েছি মুক্ত,
প্রতিটি নিঃশ্বাসে আজ স্বাধীনতার ঘ্রাণ,
এই লাল সবুজের পতাকা যে তোমাদের অবদান।


রক্ত শপথে আজ হই বলীয়ান,
এই বাংলায় থাকবেনা কোন
দেশদ্রোহী আর বেঈমান,
রাখবো বাংলার বুকে তোমাদের মান,
জাতির হে প্রিয় সূর্যসন্তান।


===============================
উৎসর্গ)) মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ এবং তাঁর পরিবারবর্গ,পঙ্গু মুক্তিযোদ্ধা, অসহায় এবং অবহেলিত মুক্তিযোদ্ধা এবং এই আসরের আমার অত্যান্ত একজন শুদ্ধেয় প্রিয় কবি মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি)- ,যার মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা পড়ে আমি ভীষণ অভিভূত।
===============================