জীবন অদ্ভুত এক রঙ্গমঞ্চ !
জীবন পথ চলতে হয় জটিল অংকের সমীকরণে,
জীবনের জয় যাত্রায় বাহবা পাবে,
সুখ পাখিদের আনাগোনায় মনে হবে জীবন কতোই রঙিন !


জীবন অংকে ভুল হলেই সব শেষ,
হয়ে যাবে তুমি নিঃশেষ।
বসন্তের কোকিলরা নিমিষেই রঙ বদলাবে !
একাকীত্ব, অসহায়ত্ব,হতাশার নীল বেদনায়,
জীবন যেন হয়ে যাবে যন্ত্রণাময় কারাগার !


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


উৎসর্গ > কবি মার্শাল ইফতেখার আহমেদ।


এই আসরে আমার একজন প্রিয় কবি। যার কবিতা আমার অনেক ভালো লাগে এবং শেখার চেষ্টা করি। এবং আমার কবিতা পড়ে উনি ভুল ধরিয়ে দেন,অভিভাবকের মতো পরামর্শ দেন যে কারণে আমি অনেক আনন্দিত হই। কিন্তু ইদানীং আমার প্রিয় কবি মনে হয় আমার উপর অভিমানে আমার পাতায় আর আসেন না।


তাই প্রিয় কবিকে স্মরণে আজ তাকেই উৎসর্গ করলাম আমার এই কবিতা।


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~