যাপিত জীবনের অন্তিম মুহূর্তের সন্ধিক্ষণে,
সত্তর পেরিয়ে এখন জীবন প্রদীপ  নিভু নিভু ক্ষণে।
দাঁড়িয়ে আছি জীবনের শেষ প্রান্তে,
কখন যে জীবনের মোহ ত্যাগে  বিলীন হবো অনন্তে।


এই অখণ্ড একাকীত্ব অবসর যাতনায়,
প্রচন্ড অনুভবে ফিরে আসো তুমি মনের ভাবনায়।
এইতো মাত্র আর ক'টা দিন,
ধরনীর মায়া ত্যাগ করে চলে যাবো চিরতরে,
মনের গহীনে বিরহের জ্বালা নিয়ে।
তবুও,ফিরে আসো তুমি মনের কল্পনায়।
ফিরে যাই, যৌবনের সেই বেদনাসিক্ত দিনগুলোতে।
এই প্রৌঢ় বয়সে, একান্ত একাকীত্বে, স্মৃতিগুলো আমায়,
অবুঝ শিশুর মতো এখনো কাঁদায়।
মনে বার বার প্রশ্ন জাগায়,
ভালোবাসায় কি ছিল কোন কার্পণ্য ?
নাকি,কোন খাদ ছিল মনে?
না হলে, জীবনের অংকে কেন হলো এতো গরমিল ?
কেন মেলাতে পারিনি জীবনের অংক?


পৃথিবীর দুই প্রান্তে তোমার আমার  বিচরণ,
তবুও,মনে আমার প্রশ্ন জাগে ?
আমার মতো তুমিও কি ভাবছো এমন ?
তুমিও কি কখনো এভাবে মেলাতে চেয়েছিলে জীবনের অংক?
যাপিত জীবনে সুখে কি ছিলে আমি বিহনে ?
নাকি,আমার মতো তোমারও ছিল জীবনের অংকে গরমিল?