জয় বাংলা শ্লোগানে জাগ্রত হলো চেতনা,
জয় বাংলা শ্লোগানে ঐক্য হলো  সাত কোটি প্রাণ,
জয় বাংলা শ্লোগানে রক্তে জাগলো আগুন,
জয় বাংলা শ্লোগানে বীর বাঙালি হাতে নিল কামান,
জয় বাংলা শ্লোগানে পাক হানাদারদের হলো পতন,
জয় বাংলা শ্লোগানে দেশ হলো স্বাধীন।


তবে কেন? স্বাধীন এই বাংলায় আজও,
জয় বাংলা শ্লোগানে তোদের মনে এতো জ্বালা,
মুখে যদি তোদের এখনো না আসে জয় বাংলা,
সময় থাকতে এখনি বঙ্গবন্ধুর বাংলা ছেড়ে পালা।