হে প্রভু, হে আমার পরওয়ারদেগার
তোমার পরীক্ষাগার বিশাল এই ভুবনে,
আমি এক অতি নগন্য গোলাম তোমার।
ভুবনে পাঠিয়েছো তুমি
আশরাফুল মাখলুকাত রুপে আমায়,
জীবনভর ইবাদত বন্দেগী করিতে তোমার
অথচ,তোমার গোলাম হয়ে
তোমারি ভুবনে করিতেছি আমি কতো,
অনাচার,অবিচার, ব্যভিচার আর পাপাচার।
ঘৃন্য অমানবিক কাজ আছে যতো
সবই করছি আমি ইবলিশের মতো।
আসল স্বর্গ ফেলে রেখে,নকল স্বর্গের আশায়
দিনমান পড়ে থাকি,কৃত্রিম সুখের স্পর্শতায়।
শীতল মনটা উষ্ণ হয়ে গেছে, ঘৃণ্য বর্বরতায়।
হে প্রভু,হে মাবুদ,হে আমার পরওয়ারদেগার,
আমায় তুমি পানাহ করো,জঘন্য গোনাহ হতে।
দু'হাত তুলে ক্ষমা চাই তোমার দরবারে
অতীত ভুল আর পাপাচারের জন্য
হে প্রভু, ক্ষমা করো আমায় , ক্ষমা করো।



রচনাকাল > ২৬/১২/২০০০