দূরেই যদি যাবে চলে,
কেন কাছে এসেছিলে !
ভুলেই যদি যাবে তবে,
কেন মনে রেখেছিলে !
দুঃখই যদি দেবে তুমি,
কেন সুখের আশা দিয়েছিলে !
বিরহের আগুনেই যদি পুড়াবে,
কেন প্রেমের সাগরে ডুবেছিলে !
কাঁটার আঘাত দেবে যদি,
কেন ফুলের সুবাস বিলিয়ে ছিলে !
নষ্ট পথে যদি ঠেলে দেবে,
কেন তবে স্বপ্নময় পথ দেখিয়েছিলে ?
ঘৃণাই যদি ছিল মনে,
কেন ভালোবেসেছিলে !