মনের গহীনে জমে থাকা অজস্র ব্যথা,
জমাটবদ্ধ হয়ে তিলে তিলে গড়ে উঠে কবিতা।


তোমার পাঠে কবিতা হতো প্রাণবন্ত,
তুমি আর পাঠ করো না কবিতা,
তাই কবিতা আজ প্রাণহীন!


কবিতার ক্রন্দন
আমি শুনি প্রতিরাতে !
তুমি কি বুঝতে পারো তা ?


ক্ষোভ অভিমানের কারণ না হয় আমি,
কবিতার কি দোষ বলো  তাতে ?