আমার বিরহ ব্যথায় কবিতাগুলো আজ নীরব নিস্তব্ধ,
কবিতাগুলোও প্রতি রাতে নীরবে চোখের জল ফেলে আমার নিদারুণ কষ্টে,
কারণ ; কবিতাগুলো জানতো,
আমার দুর্বলতা
আমার আবেগ
আমার অনুভূতি
আমার ভালোলাগা ভালোবাসা
আমার ভাবনায় কি ছিল, কতটুকু ছিল।


আমার ভাবনার পরশে কবিতাগুলোও আমার কাছ থেকে প্রাণশক্তি পেতো,কবিতাও প্রাণবন্ত হতো।
আজ কবিতাও বুঝতে পারে আমার দেহ আছে,
অনুভূতি নেই, উচ্ছ্বাস নেই, প্রাণ নেই,
কবিতারও প্রাণ যেন আজ আমার জন্য শোকে কাতর।


কবিতা আর তোমাকে নিয়েই ছিল আমার ভাবনার যতো আয়োজন,
একান্তে একাকিত্বে নীরবে তোমায় নিয়ে ভাবনার কল্পরাজ্য পাড়ি দিতাম,
তোমাকে নিয়ে যখন,
নীল আকাশে ঘুরে বেড়াতাম
মেঘ হয়ে আকাশে উড়তাম
বৃষ্টি হয়ে পাহাড়ে পড়তাম
সমুদ্রের সাথে জলজ খেলায় মত্ত হতাম
ফুল বাগানের গন্ধে ব্যাকুল হতো মন
বসন্ত বাতাসে উতলা হতাম দুজন
ভোরের স্নিগ্ধ মায়াবী রোদ পোহাতাম
রাতের চাঁদের সাথে মিতালিতে হতাম মত্ত
মিটি মিটি তারাদের সাথে কথা বলতাম অবিরত
তখন কবিতাও পেতো প্রাণ ,
কবিতাও মনের আকাশে খেলা করতো অবিরাম,
অনিন্দ্য সুন্দর শব্দশৈলীতে ভরিয়ে দিতো মন প্রাণ,
আজ তোমার বিরহে কবিতাও যেন অধিক শোকে পাথর,
কবিতা আজ ভীষণ অভিমানী
কবিতাও আজ মনের আকাশে খেলা করেনা,ছন্দ বিলায় না।


তুমি কবিতাকে ভীষণ  ভালোবাসতে,
কবিতাও তোমার প্রশংসায় ছিল পঞ্চমুখ।
আজ কবিতা মুখ গুমড়ে কাঁদে।


আমার জন্য না হয়,
কবিতার জন্য কি তোমার হৃদয় কাঁদেনা,
থামাতে পার না?
কবিতার কান্না।
ফিরিয়ে কি দিতে পারো না ?
কবিতার প্রাণ।