৭ই মার্চ ১৯৭১
রেসকোর্স ময়দানে
লাখো জনতার সামনে
মহান নেতা মুজিবের বজ্রকন্ঠ,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
আমি যদি হুকুম দেবার নাও পারি,
তোমাদের যার যা কিছু আছে,
তাই নিয়ে শত্রুর মোকাবিলায় ঝাপিয়ে পড়।


সেদিন থেকেই,
দেশ প্রেমিক জনতা
গ্রাম গঞ্জ শহরে
গড়ে তুলে একতা।


হানাদার বাহিনীর
নির্মম অত্যাচার,
রাজাকারদের রক্তচক্ষু
উপেক্ষা করে,
গড়ে তুলে প্রতিরোধের দেয়াল।


ধ্বংসস্তুপে দাঁড়িয়ে,
মায়ের চোখের পানি
স্ত্রীর ভালোবাসা
সন্তানের কান্না
সব কিছু বুকে চেপে,
মাতৃভূমি মুক্ত করতে
নিশ্চিত মৃত্যু জেনেও
হাতে নিয়ে অস্র
নেমে যায় যুদ্ধে।


দীর্ঘ নয় মাস,
জীবন বাজী রেখে
প্রাণপন যুদ্ধে,
মৃত্যুকে হাসিমুখে আলিঙ্গন করে,
পঙ্গুত্ববরণ করে,
নরপশুদের হটিয়ে
ছিনিয়ে আনলে বিজয়।


অতঃপর ;
বিজয়ের উল্লাসে হাতে নিয়ে
লাল সবুজের পতাকা,
ফিরে এলে মা স্ত্রী সন্তানের কাছে।


তোমাদের এই ঋণ,
শোধ হবার নয়।
তোমরাই জাতির শ্রেষ্ঠ সন্তান,
আমরা কখনো ভুলবো না তোমাদের অবদান।