মানুষ, আমি সৃষ্টির সেরা জীব।
আমার ভাবনা,চিন্তা, চেতনা হতে হবে মানবিক।
মানব কল্যাণ হবে আমার জীবনের ব্রত।
দুঃখীর মুখে হাসি ফোটাবো,
অসহায়ের পাশে আশার হাত হবো।


তবে আজ কেন ?
সৃষ্টির সেরা জীব হয়ে,
লোভ,হিংসা আর দাম্ভিকতায়,
মেতে আছি নরকের খেলায়!
মানবতাকে পা পৃষ্ট করে,
পূন্যের পথ হেলায় ফেলে,
দানবের মতো নৃশংসতায়, অমানুষিক উল্লাসে,
কলুষিত করছি সুন্দর এই ধরনীকে।


প্রতিদিন কতো উদাহরণ ভাসে চোখে,
অকালে কতো প্রাণ যায় ঝরে,
তারপরও আমাদের হুশ নাহি ফিরে,
এখনো পড়ে আছি নিকষ কালো  আঁধারে।


ধন সম্পদ, মান সম্মান,
সব কিছুই বিধাতার দান,
সবার শরীরে রক্ত সমান,
তবু কোন মিছে অহমিকায়,
স্রষ্টার সৃষ্টিকে বারে বারে করি অসম্মান।


চলনে,বলনে, মানবিক আচরণে,
হতে হবে আমায় আদর্শবান,
আমি যে সৃষ্টির সেরা,
আমি যে আশরাফুল মাখলুকাত।