সুখ দুখ,আনন্দ বেদনা, উত্থান পতনকে,
হাতে থাকা পাথরের মতো ছুঁড়ে ফেলে,
দাঁড়িয়ে আছি আজ জীবন বেলার মধ্যপ্রান্তে।


অতীত আমায় ভীষণ ভাবায়,
বর্তমান যায় হেলায় হেলায়,
ভবিষ্যত আমার উদ্বিগ্নের কারণ !


মুঠোফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে,
জন্মদিনের শুভেচ্ছা জানায় অগণিত প্রিয় সুহৃদ,স্বজন।
জন্মদিনের শুভেচ্ছায়,
প্রকাশ করি অবিরাম ভালোবাসা আর কৃতজ্ঞতা।
ভেতরে ভেতরে যেন আমি,
জন্মদিনের উচ্ছ্বাসে যাই বিষাদে মরে,
যাচ্ছে যে সময় দ্রুতই ফুরিয়ে।
ধাবিত হচ্ছি নীরবে অন্তিমকালের মোহনায়,
পাথর হয়ে রই সেই ভাবনায়,
কি আছে সঞ্চয় আমার ?
পূন্যের পকেট যে অন্তঃসারশূন্য,
পরকালের ব্যয় মিটাবো কি দিয়ে,
সেই ভাবনায় যায় কেটে আমার প্রতিটি জন্মদিন।
===============================
উৎসর্গঃ  


কবি মার্শাল ইফতেখার আহমেদ
কবি সুবীর ভট্টাচার্য্য
কবি শহীদ উদ্দীন আহমেদ
কবি মুকুল সরকার
কবি সাঈদ আহম্মেদ কবির খান


গতকাল ২৫ ডিসেম্বর ছিল আমার জন্মদিন । জন্মদিন নিয়ে কবিতা লিখার কোন ইচ্ছে ছিলনা কিন্তু প্রিয় কবি সুবীর ভট্টাচার্য্য আমার "নীরব জলে চোখ ভিজে যায়" কবিতায় কমেন্টস করতে গিয়ে লিখলেন যে জন্মদিনের কবিতার অপেক্ষায় রইলাম, কবি দায়বদ্ধতা বাড়িয়ে দিলেন, কি আর করা প্রিয় কবির জন্যই লিখলাম। অন্যদিকে শ্রদ্ধেয় প্রিয় কবি মার্শাল ইফতেখার আহমেদ,
প্রিয় কবি শহীদ উদ্দীন আহমেদ,
প্রিয় কবি মুকুল সরকার,প্রিয় কবি সাঈদ আহম্মেদ কবির খান
খুঁজে বের করলেন যে ২৫ ডিসেম্বর আমার জন্মদিন অথচ ২৫ ডিসেম্বর আমি কবিতা প্রকাশ করিনি।তাই  প্রিয় কবিদের ভালোবাসা এবং আন্তরিকতায় অনুপ্রাণিত হয়ে লিখলাম আমার আজকের "মধ্যপ্রান্তে" কবিতা। ভালোবাসার কৃতজ্ঞতায় উৎসর্গ করলাম আপনাদের।
===============================