মন বলে তুমি আসবে,
আজ কাল পরশু না হয় তারও পর,
কোন এক চন্দ্রিমা রাতে আকাশের চাঁদ হয়ে,
কোন এক স্নিগ্ধ সকালে কোমল শীতের আবেশ হয়ে,
কোন এক ক্লান্ত বিকেলে মৃদু ঝিরিঝিরি হাওয়া হয়ে।


মন বলে তুমি আসবে,
আজ কাল পরশু না হয় তারও পর,
কোন এক আষাঢ়ে রিমঝিম বৃষ্টি হয়ে,
কোন এক পৌষে শিশির ভেজা ঘাস হয়ে,
কোন এক ফাল্গুনে ভালোবাসার রং নিয়ে রঙিন প্রজাপতি হয়ে।


মন বলে তুমি আসবে,
আজ কাল পরশু না হয় তারও পর,
সেই আশায়,আমি এখনো দিনগুনি তোমার অনন্ত প্রতীক্ষায়।