সুন্দর পরিপাটি জীবন ছিল আমার,
চলছিল জীবনের স্বভাবিক নিয়মেই,
আচমকা এক দমকা হাওয়া,
নিমিষেই ছিন্নভিন্ন করে দিলো আমায়!


জীবন চালাতে যা যা দরকার,
এখনো সবই আছে আমার জীবনের চারপাশে।
সুন্দর ফুলের বাগান আছে,
যেখানে গেলে ফুলের গন্ধে মন ছুঁয়ে যায়,
অনেকেই আসে ফুলের বাগানে মন রাঙাতে।
কিন্তু, এতো ফুলের সমারোহে আমার মনে শান্তি নেই!


পাশেই আছে নদী,
মন ভালো নেই! নদীর পাড়ে চলমান স্রোতের সাথে খেলা করে মন ভালো করার প্রাণপণ চেষ্টা,
তবুও, মনের অসুখ সারে না !
তবুও, আমার মনে শান্তি নেই !


মন ভালো করতে ভিন্ন উপায় খুঁজি,
গভীর রাতে চলে যাই লং ড্রাইভে,
সাদা কালো গানের তালে তবুও মনটা কালো হয়ে রয়!
তবুও, আমার মনে শান্তি নেই !


গভীর রাতে কোলাহল মুক্ত শহরের অলিতে গলিতে,
যাযাবর মন উদ্ভ্রান্তের মতো ঘুরে ফেরে,
ক্লান্ত শরীর অলস হয়ে বসে পড়ে ফুটপাতের মামার দোকানে,
চায়ের কাপে চুমুক আর সিগারেটের ধোঁয়া বাতাসে উড়িয়ে,
মনের শান্তি খুঁজে ফিরি !
তবুও,আমার মনে শান্তি  নেই !


রাত দুপুরে ঘরে ফেরে,
বিষাদগ্রস্ত মন আর অবসন্ন শরীর
সঁপে দেই নিশ্চুপ বিছানায়,
আর তখন ভাবনার আকাশে
খেলা করো তুমি কালো মেঘ হয়ে !
আমার মনের শান্তি যে মিশে আছে,
দূর আকাশে হারিয়ে যাওয়া
তোমার হৃদয়ের ছোট্ট কুঠরিতে !