রঙিন দুনিয়ার মায়াবী মোহে,
আসল ফেলে নকলের পিছে
মত্ত ছিলাম বিভোর হয়ে।


কি করার কথা ছিল, কি করেছি ?
কি বলার কথা ছিল, কি বলেছি?
কি শুনার কথা ছিল,কি শুনেছি?
পাপ বুঝিনি,পুণ্য খুঁজিনি,
করেছি কতো শত পাপের কাহিনী!


জীবনের মধ্যপ্রান্তে এসেও,
চুল পরিমাণ নেই আমার পুণ্য,
পরকালের একাউন্ট যে একেবারে শূন্য।
আমি পাপী, আমি গুনাহগার,
কি ভাবে হবো পুলসিরাত পার!

পথের শেষ যে আর নেই বেশ বাকি,
সারা জীবন দিয়ে গেলাম ফাঁকি।
সময় হারিয়ে হেলায় হেলায়,
অবেলায় এসে করি মোনাজাত নিরালায়,
তুমি রহিম, তুমি রহমান,
তোমার দয়া অফুরান।


আমি গোলাম,আমি ভিখারি,
জানা অজানা পাপের জন্য করছি আহাজারি,
ক্ষমা চাই, দয়া চাই,
তুমি যে দয়ালু,তুমি যে ক্ষমাশীল
তুমি যে মহান, তুমি যে রাব্বুল আল আমীন।