জীবন যাচ্ছে চলে,
পাল তুলা নৌকার মতো হেলে দুলে।
ঘাটে ঘাটে ক্ষণিক বিশ্রাম,
একটু শান্তির প্রত্যাশায়।


অথচ ; আমাকে কৃত্রিম মোহে ফেলে,
শান্তির পায়রা এদিক ওদিক উঁড়ে।
তবুও শান্তি আমায় দেয়না ধরা,
শান্তি যেন সোনার হরিণ !


লোভ,হিংসা,কামনা,বাসনা,
পৃথিবীর কৃত্রিম মোহ জলে ফেলে,
পাঁচ ওয়াক্ত নামাজ যখন
নিলাম আপন করে,
মহান আল্লাহর কী কুদরত,
শান্তি দেখি এখন আমার মনের ঘরে।