অবহেলা অপমান আর বিদ্রোপে
ময়লা টিস্যুর মতো
ফেলে রেখে গিয়েছিলে আমায়
আবর্জনার স্তুপে !


তবুও আমি দমে যাইনি
মিশে যাইনি আবর্জনার স্তুপের
অতল গহবরে।


আবর্জনার স্তুপে পা মাড়িয়ে
উঠে দাঁড়িয়েছি প্রেমিক সম্রাটের মত
আবারও বসন্তের ছোঁয়া
লাগবে আমার হৃদয়ে
আবারও প্রেম হবে আমার , প্রেমিক হবো আমি।


সংসার হয়েছে তোমার
সুখের বাগানে ফুলেল গন্ধ নিচ্ছো
বিলাসী জীবনে ভুলে গেছো জীবনের মানে
অতীত স্মৃতি ঝাপসা লাগে তোমার চোখে।


আমার জীবনেও আসবে সুখ বসন্ত
সংসার হবে আমারও
প্রশান্তির সুখ নিঃস্বাস নেবো
একদিন আমিও!


তখন যদি অকস্মাৎ দেখা হয়ে যায় তোমার সাথে
বুঝে নিও সুখেই আছি আমি তোমার চেয়ে একটু বেশি।