সাদা সেই ডায়েরি যতনে রেখেছি আজও !
ধুলোবালি জমতে দেইনি একটুও।
আগের মতোই চকচক করছে সাদা সেই ডায়েরি!
আর আমার ভালোবাসা এই পড়ন্ত বিকেলেও,
সেই আগের মতোই রোদ্রউজ্জ্বল স্নিগ্ধ দুপুরের মতো!
ডায়েরির শেষ পাতায় লিখা ছিল ভালো থেকো !
হুম ; আমি ভালো আছি,
তোমার নিযুত স্মৃতি হৃদয়ে  নিয়ে
কাল মহাকাল পেরিয়ে,
আমি আজও ভালো আছি !  


শত সহস্র মাইল দূরে থেকে,
টেলিফোনের ঐ প্রান্ত থেকে বলেছিলে,
ভালো থেকো !
সেটাই ছিল শেষ কথা!
তারপর আর কখনো হয়নি কথা।
সেই কথাটি যুগ মহাযুগ পেরিয়ে আজও যেন আমার কানে ভাসে !
হুম ; আমি ভালো আছি !
তুমি ভালো আছো জেনে
আমি আজও ভালো আছি !


অথচ ;
একটা সময় ফুল ফুটতো তোমার কথার ফুলকলিতে,
সহস্র কথামালার ভীড়ে রাত দিন একাকার হতো !
কথা ফুরাতো না দু'জনার, সময় যেন দ্রুত ফুরিয়ে যেতো !


ভালোবাসার উল্টো পিঠে বিরহ যে বসত করে,
ভালোবাসার অন্ধ মোহে বেমালুম গিয়েছিলাম ভুলে।
বিরহ জীবনভর জ্বলে পুড়ে ক্ষয় করবে হৃদয়,
তোমার নিখুঁত মায়াবী অভিনয়ে
বুঝতে পারেনি আমার অবুঝ হৃদয় !