কবি হতে আসিনি,
কবিতার "ক" আমি জানিনা।
হৃদয়ের অযাচিত ব্যথাগুলো
লিপিবদ্ধ করে রাখবো বলে
লিখে যাই প্রতিদিন হ য ব র ল।


নাম যশ খ্যাতির জন্য নয়,
মনের অব্যক্ত কথাগুলো
পাতায় লিপিবদ্ধ করি
মনের প্রশান্তির জন্য।


আমার এই অ'কবিতা
প্রতিদিন পাঠ করেন
আসরের জ্ঞানী গুনীজন,
অনুপ্রেরণা আর ভালোবাসায়
রাঙিয়ে দেন আমার ভূবন।


===============================
৪০০ তম কবিতা


উৎসর্গ > কবি ফারহাত আহমেদ


এই পথ চলায় কবি ফারহাত আহমেদের অনুপ্রেরণা এবং স্বতঃস্ফূর্ত আন্তরিকতায় সব সময় উজ্জীবিত হই তাই আমার ৪০০ তম কবিতা প্রিয় কবিকেই উৎসর্গ করলাম।
===============================