নিস্তব্ধ রাত, নির্ঘুম আমি,
স্বপ্নগুলো  বারংবার
ঘুরেফিরে আমার চার পাশে
মগজে মননে কল্পনায়,
প্রলুব্ধ করতে থাকে আমায় অবিরাম।
আমি থাকি আমাতে অবিচল।
স্বপ্নগুলো দ্বিধায় পড়ে,
আমায় আচ্ছন্ন করতে না পেরে,
আর আমি রাত জেগে থাকি
স্বপ্ন দেখবোনা বলে,
রাত জাগা দীর্ঘশ্বাসের সাথে  
করি প্রতিনিয়ত কথোপকথন।
প্রতিরাতে দ্বন্দ্বে জড়াই স্বপ্নের সাথে,
স্বপ্নগুলোও আষ্টেপৃষ্টে অবিরত,
ধাক্কা দিতে চায় আমায় নির্লজ্জের মতো,
তবুও আমি অটল।
স্বপ্ন গুলো আমার কাছে এখন
দুঃস্বপ্নের মতো মনে হয়,
তাই আর স্বপ্ন দেখবোনা বলে
স্বপ্নকে বলে দিয়েছি প্রবেশ নিষেধ।