কষ্ট হয় সামাজিক অবক্ষয় দেখে,
বেহায়াপনা, দুর্নীতি, দুর্বৃত্তায়ন,
সামাজিক অনিয়মে,
বিপন্ন আজ সমাজ।
সৃষ্টির সেরা জীব মানুষ,
লিপ্ত আজ ভয়ংকর
অমানবিকতায়।


মানুষে মানুষে বিভেদ , সংঘাত,
বন্ধু বান্ধবের স্বার্থপরতা,
ন্যূনতম স্বার্থের আঘাতে
মানুষ যখন হয়ে যায় পাষাণ
পীড়া দেয় তখন আমায় ভীষণ।


সামাজিক বন্ধন, শৃংখল জীবন,
হয়ে গেছে আজ সবকিছুর পতন।
অন্ধকারে ঢেকে গেছে
মানবিক হৃদ্যতা, সহমর্মিতা, আন্তরিকতা,
সবকিছুতেই আজ কৃত্রিমতার ছায়া।


সমাজের এই কালো চেহারায়,
আমি নির্বাক, আমি হতবম্ব,
পালাতে চাই অন্য কোন গ্রহে
একটু প্রশান্তির অন্বেষায়।


===================================
উৎসর্গ ® বাংলা কবিতা আসরের সকল সম্মানিত কবিদের।


১৮/০২/২০২১ পথচলা শুরু হয়েছিল এই আসরে আপনাদের ভালোবাসা আন্তরিকতা ও অনুপ্রেরণায় আজ আমি বাংলা কবিতা আসরে দুই বছর পূর্ণ করলাম।


এভাবেই পাশে রাখবেন পাশে থাকবেন সেই প্রত্যাশা রইলো।
===================================