তুমি যখন শুভ বিদায় বললে,
ভেবেছিলাম ;
হয়তো এই প্রস্থান সাময়িক,
এই প্রস্থান ক্ষণিকের!
হয়তো কিছুটা দিন মুক্ত আকাশে পাখির মতো উড়তে চাচ্ছো!
হয়তো চাচ্ছো আপন মনে কিছুটা দিন মনের প্রশান্তি!
হয়তো নিজেকে গুছিয়ে নিতে চাচ্ছো কিছু দিনের বিরতি!


একে একে সপ্তাহ মাস বছর পার হলো,
আমি ঠাঁয় দাঁড়িয়ে তোমার প্রতীক্ষায়,
তোমার আর ফেরা হয়না!
আমারও প্রতীক্ষার অবসান হয় না !


কতো বসন্ত এলো গেলো,
কালো চুল সাদা হলো,
নদীর এপার ভেঙে ওপার গড়লো,
পিচ্ছি সখিনা পাঁচ সন্তানের মা হলো,
তবুও তোমার আর ফেরা হলো না !


যেভাবে রেখে গিয়েছিলে,
আমি এখনো ঠিক সেই ভাবেই
প্রতিনিয়ত প্রতীক্ষার প্রহর গুনছি তোমার ফেরার !
এখনো স্বপ্ন দেখি ! স্বপ্ন সাজাই !
এখনো রাতের আকাশের তারার দিকে চেয়ে রই আনমনে !
এখনো হৃদয়ে আশার প্রদীপ জ্বেলে রাখি,
তুমি আসবে বলে !