তোমার ছায়ায়, তোমার মায়ায়,
থাকতে চেয়েছিলাম জীবনভর,
পোড়া কপাল আমার !
সেই ভাগ্য আমার হইলো কই !


নিয়তির নির্মম পরিহাসে !
আজ দু'জন যোজন যোজন দূরে।


সুড়ঙ্গের শেষ প্রান্তেও
নেই আজ আশার কোনও আলোরেখা।
দিনে দিনে ক্রমশ,
দূর আকাশের তারার সাথে হারিয়ে যাচ্ছে স্বপ্নগুলো।


প্রতিশ্রুতি দিয়েছিলে আমায়,
মনে কি আছে ?
নাকি, তাও গেছো ভুলে !
ভুলে যাওয়া স্বভাব তোমার ,
ভুলে যেতেই পারো ।


তবুও মনে করিয়ে দেই তোমায়,
বৃক্ষ তোমার প্রিয়,
গভীর প্রেমালাপের মাঝেও
বৃক্ষ প্রেমের কথা শুনাতে আমায়,
গভীর ভালোবাসার অনুভূতিতে
প্রায়শই বলতে, বৃক্ষ দেবে আমায় উপহার,
আজ আমি সেই উপহার চাই তোমার কাছে ।


তোমার দেয়া বৃক্ষ রোপণ করে,
পরম যতনে বৃক্ষের রক্ষণাবেক্ষণে
কাটিয়ে দেবো হতাশাগ্রস্ত এই দিনকাল।
তারপর যখন বৃক্ষ অনেক বড় হবে,
সেই বৃক্ষের ছায়া মায়াতেই পড়ে রবো ইহকাল।
দুধের স্বাদ যেমন ঘোলে মিটায় মানুষ,
আমিও না হয় তেমন,
তোমায় অনুভব করবো
তোমার দেয়া উপহার বৃক্ষের ছায়ায়, বৃক্ষের মায়ায় !