রহস্যময়ী !
তোমার রহস্যের শেষ কোথায়?
এতো নিবিড় ভাবে চলার পরও,
তোমাকে আমার চেনা হলো না! জানা হলো না !
সারাটি জীবন তুমি আমার কাছে রহস্য হয়েই রয়ে গেলে !


তোমাকে ভালোবাসতাম হৃদয়ের গভীর থেকে,
কিন্তু তুমি আমায় বুঝলেনা,
আমার সাথে করে গেলে ছলনা।
রহস্যের মায়াজাল তোমার মধ্যে এতোই প্রবল যে,
তোমাকে আজও আমার বুঝা হলো না !


রহস্যময়ী!
তোমার রহস্যের শেষ কোথায় ?
রহস্যের চাদর গায়ে জড়িয়ে এসেছিলে আমার জীবনে,
আমি সাত পাঁচ না ভেবে
ডুব দিয়েছিলাম তোমার রহস্যের সাগরে !