ভাবতেই অবাক লাগে,
কেন তুমি এমন করলে !
এতো কাছে এসে কেন এতো দূরে সরে গেলে।
আমার চাওয়াতো ছিল অল্পই,
শুধু একটু কাছাকাছি থাকা,
কি এমন হতো যদি একটু কাছাকাছি থাকতে ।


ভাবলেই অবাক হই !
কতো ছল ছিলো তোমার মনে !
অভিনয়ের এক জাত শিল্পী তুমি,
তোমার অভিনয়ের তুলনা শুধুই তুমি।
তুমি পাষাণপুরীর পাষাণী! তুমি  নিষ্টুর ছলনাময়ী !


ভাবলেই চোখে জল আসে,
এতো সহজেই তুমি বদলে গেলে !
আবেগ,অনুভূতির কোন মূল্য নেই !
মন বলেও কিছু নেই তোমার !
তুমি যেন প্রাণহীন এক রঙ করা পুতুল !