স্মৃতির মানসপটে ভেসে ওঠে আজও,
স্কুল জীবনের নানা রঙের দিনগুলো,
রোদেলা সকালে স্কুলের পিটিতে
সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে ছেলেরা আর মেয়েরা,
ধীমান স্যারের সে কি ভয়াল চিৎকার,
আরামে দাঁড়াও.....
লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট।
পিটি শেষে ক্লাসমুখী দৌঁড়ঝাপ,
লাঠি হাতে অগ্নিমূর্তির মতো,
সারা বারান্দা প্রদক্ষিণরত প্রিয় হ্যাড স্যার।
ঠিক দশটায় ক্লাস নাইনে দাদা স্যারের প্রথম ক্লাস,
বেত্র হাতে চক ডাস্টার আর হাজিরা খাতা নিয়ে হাজির,
দুষ্টুমিভরা পয়তাল্লিশ মিনিট,
কতো শত বেত্রাঘাত খেয়েছে যে কতো জনা।
হিমাংশু স্যারের অংকের ক্লাসে ছিল পিনপতন নীরবতা।
ইয়াকুব আলী স্যারের ইংলিশের ক্লাস ছিল যেন কৌতুকে রহস্যভরা।
বিশেষ জ্ঞানে ভরপুর ছিল
কাশেম স্যারের বিজ্ঞানের ক্লাস।
রঞ্জিত স্যারের বাংলার ক্লাস যেন ছিল
যাত্রা পালার রিহার্সেল।
উজ্জ্বল স্যারের পৌরনীতির ক্লাসে নিয়মে পরিণত হয়েছিল ডানবামে উঁকিমারা।
মৌলানা স্যারের ধর্মের ক্লাস যেনো ছিল
আধা ঘুম আধা বাড়ি ফেরার তাড়না।
ভুলি কি করে সেই সব দিনগুলো হায়,
স্মৃতির মানসপটে তাইতো আজও তুমি অম্লান,
হে মোর প্রিয় বিদ্যাপিঠ মঈনপুর হাইস্কুল।