ইদানীং কতো শতো প্রশ্ন মাথায় উঁকি ঝুঁকি মারে,
কেন এমন হলো!
কি এমন অভিমান ছিলো!
হঠাৎ কোথায় হারিয়ে গেলে!
কেনই বা সরে গেলে দূরে,
কিইবা অপরাধ ছিল আমার!


অপরাধ যদি হয়েই থাকে,
তা হলো প্রচন্ড ভালোবাসার অপরাধ!
ভালোবাসার অপরাধে এমন কঠিন সাজা হবে,
ভাবিনি আমি কখনো !


হয়তোবা আর ফিরবেনা তুমি,
বৃষ্টিহীন মরুময় এই হৃদয় উদ্যানে।
তবুও, কবিতা লিখি
তবুও, রাতের তারা গুনি
তবুও, স্বপ্ন সাজাই
মানুষের মন আর আকাশের রঙ
বুঝার নেই যে উপায়!
হঠাৎ যদি মরুময় এই হৃদয় উদ্যানে,
নেমে আসে প্রশান্তির বৃষ্টি !
তাইতো, সেই আশায় থাকি নিশিদিন।


===============================
বাংলা কবিতা আসরের সকল সম্মানিত কবিদের জানাই ঈদ উল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
===============================