দিন কাটে কর্মব্যস্ততায়,
কিন্তু, রাত!
প্রতিটি রাত যে আমার কাছে দুঃস্বপ্নের মতো।
ঘুমহীন প্রতিটি রাত!
যন্ত্রণাময় প্রতিটি রাত!
ভীষণ যন্ত্রণার ঢেউ উঠে এই বুকে, প্রতি রাতে!
স্বপ্নময় স্মৃতিগুলো
আমায় ভাবায়!
আমায় কাঁদায়!
আমায় পোড়ায়!
স্মৃতিগুলো বারেবারে
ভেসে উঠে চোখের পাতায়,
চোখের পাতা ভিজে যায়
সীমাহীন কষ্টের তীব্রতায়।
স্মৃতি কাতরতায় কখন যে,
রাত ফুরিয়ে ভোর হয়ে যায়
বেখেয়ালি ভাবে হায় !
তবু্ও, দুঃখ থেকে যায়
অবলীলায় !
এই হৃদয়ের মণিকোঠায়।