তুমি আমার থেকে যতো দূরে যাবে
বারে বারে আমি আসবো ফিরে তোমার কাছে
কখনো মেঘ হয়ে
কখনো বৃস্টি হয়ে
কখনো পৌষের বাতাস হয়ে
কখনো মাঘের শীত হয়ে
কখনো কাল বৈশাখী ঝড় হয়ে।
তুমি যতো বার আমায় ভুলতে চাইবে
আমি ততো বার তোমার মনে আসবো
কখনো ঘুম হয়ে
কখনো স্বপ্ন হয়ে
কখনো মাঝ রাতের কান্না হয়ে
কখনো সুখের আবেশ হয়ে।
তুমি যতো বার হারিয়ে যাবে আমার কাছ থেকে
আমি ততো বার খুঁজে নেবো তোমায়
কখনো ঘাস ফড়িং হয়ে
কখনো শঙচিল হয়ে
কখনো ভোরের কাক হয়ে।
তুমি যতো বার পালাতে চাইবে এই মন থেকে
আমি ততো বার ফিরিয়ে আনবো তোমায়
কখনো নৈশ প্রহরীর বেশে
কখনো ভবঘুরে পাগলের বেশে
কখনো ছদ্মবেশে তোমার আমি হয়ে।