সুদ হলো পাপ
শুধু পাপ নয় মহাপাপ
সুদ দেওয়া, নেওয়া, ব্যবসা
সবই ইসলামে হারাম।
ওয়াজ মাহফিলে একটা সময়
সুদের বিরুদ্ধে মাওলানারা গলা ফাটাতেন,
সুদের বিরুদ্ধে সচেতন করতেন জনগণকে।
অথচ, আজ দুনিয়ার মোহে পড়ে,
ধর্ম ব্যবসায়ীদের মুখে
ওয়াজ মাহফিলে সুদ নিয়ে কথা হয়না,
ইসলামের খেদমত নয়
চাই তাদের রাজকীয় মসনদ,
লোভ আর লালসায় বোবা আজ তথাকথিত ধর্ম ব্যবসায়ী।
ক্ষমতার লোভ দেখিয়ে,
সুদি মহাজন আজ ধর্ম ব্যবসায়ীদের
বিবেক কিনে নিয়ে খেলছে ভয়ানক খেলা,
আর ক্ষমতার অন্ধ মোহে ধর্মব্যবসায়ীদের মুখে তালা।