সুখ জিনিসটার প্রকৃত অর্থ
আজ অবধি মোর জানা হলো না!
বারে বারে আমি সুখ খুঁজে বেড়াই
তারপরও আমি সুখের ঠিকানা খুঁজে নাহি পাই।


একান্তভাবে,
আমার মতো করে,
আমার পৃথিবী সাজাবার স্বপ্ন আমি বারংবার দেখে যাই,
মাঝে মাঝে স্বপ্নগুলোও উঁকি ঝুঁকি দেয়,
কিন্তু ; কেন যে বারে বারে সেইসব স্বপ্নগুলো,
এলোমেলো হয়ে যায় হতাশার নীল ঠিকানায়!


মাঝে মধ্যে মনের গহীনে
তীব্র ব্যথা,হতাশার অবগাহন
আমায় ছিন্নভিন্ন করে দেয়,
কেন যে......
তাও জানিনা.....


আমার মনের ব্যথা,
একান্ত ভাবে আমার মনের গহীনেই থাকে,
যা প্রকাশিত হয়না কখনো....


আনন্দ কিংবা সুখের ভাগিদার
হতে চায় সবাই।
দুঃখ ব্যথা বেদনার অংশীদার হতে চায়না যে কেউ।
তাই; এখন আমি অনেকটাই বদলে গেছি,
আনন্দ সুখ সবার সাথে ভাগ করে চলি,
দুঃখ ব্যথা কষ্ট নীরবেই সহ্য করে যাই।