দিন বদলেছে, পৃথিবী বদলেছে,
বদলেছে কৈশোর মনের রঙ।
আজকালের কৈশোর মনে
নেই প্রাণ চঞ্চলতা, নেই হৈ হুল্লোড়,
বন্ধ ঘরে আজ আবদ্ধ সবাই আপন মনে ভার্চ্যুয়াল জগতে।


সুলতানা বিবিয়ানা
সাহেব বাবুর বৈঠকখানা,
কানামাছি ভোঁ ভোঁ
যারে পাবি তারে ছোঁ
ছোটবেলার সেই রঙ মাখা দিনগুলো মনে পড়ে।
মনে পড়ে বৃষ্টিতে ভেজে
স্কুলের মাঠে বন্ধুদের নিয়ে ফুটবল খেলার দিনগুলো,
মনে পড়ে ভরা নদীতে সাঁতার কাটার দুরন্তপনার দিনগুলো,
মনে পড়ে স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যাওয়া আর ঘরে ফিরতে দেরি হওয়াতে মায়ের বকুনি বাবার শাসন।
মনে পড়ে শৈশবের হাজারো স্মৃতিময় মুহূর্তগুলো।


মনে মনে ভাবি,
আবার যদি ফেরা যেতো,
কৈশোরের সেই স্বপ্নীল রঙিন  দিনগুলোতে !