দুঃখগুলো আসে, আমার কাছেই আসে।
শীতের উষ্ণতা ছাড়িয়ে তপ্ত রোদের তাপদাহ হয়ে আমার কাছেই আসে।
মেঘ হয়ে আকাশে খেলা করে প্রবল বৃষ্টি হয়ে আমার কাছেই আসে।
বিনিদ্র রাত জেগে দিনের ক্লান্ত আলো হয়ে আমার কাছেই আসে।
দুঃখগুলো আসে, আমার কাছেই আসে।
সাজানো গুছানো পরিপাটি শহর ছেড়ে,
ধুলু বালি আর যানজটের শহরে  আমার কাছেই আসে।
সুখ স্বাচ্ছন্দ আর শান্তির শহর ছেড়ে,
দুঃখ কষ্টের শহরে আমার কাছেই আসে।
দুঃখগুলো আসে, আমার কাছেই আসে।
সহস্র মাইল পাড়ি দিয়ে বাতাসে ভেসে ভেসে আমার কাছেই আসে।
সাত সমুদ্দুর তের নদী পাড়ি দিয়ে আমার কাছেই আসে।
দুঃখগুলো আজ টেমস পেরিয়ে সুরমার জলে ভাসে।