বর্তমান সমাজটা দাঁড়িয়ে আছে
স্বার্থপর এক মায়াবী জালে,
সমাজের প্রতিটি স্তরেই বিরাজ করছে
কৃত্রিমতা ও স্বার্থসংশ্লিষ্ট ভালোবাসা।


প্রতিটি মানুষের পরকালের ভয় আছে,
আছে সত্য মিথ্যা বিচারের ক্ষমতা,
আছে পাপ পূণ্য বুঝার মহিমা,
তারপরও মানুষ ;
ভ্রষ্ট মোহের তাড়নায়
দিগ্বিদিক্‌ দৌঁড়ায় মিথ্যে আশায়।