তুমি নেই আজ অনেক দিন হলো,
অন্ধকারাচ্ছন্ন এই জীবনে তবুও তুমি আমার আশার আলো।
এখনো  দিনের কোলাহলে কিংবা রাতের নীরবতায়,
তুমি জড়িয়ে আছো ভীষণ ভাবে আমার অন্তরাত্মায়।


একাকি বারান্দায় বসে যখন কবিতা পাঠে মগ্ন হই,
কবিতার প্রতিটি পঙতিতে তোমায় গভীর অনুভবে মত্ত হয়ে রই।
মিলনের চেয়ে বিরহে যে ভালোবাসা বাড়িয়ে দেয় শতগুন,
আমার চেয়ে বুঝবে বেশি কে আছে এই ভবে অনুভব করবে ভালোবাসার এমন ফাগুন।


ব্যর্থ হতে পারি, কষ্টের পাহাড় থাকতে পারে আমার বুকে,
তবুও যেন ফেলে আসা স্মৃতিময় মুহূর্তগুলো প্রতিনিয়ত ভাসায় আমায় সুখে।
জেনে শুনে বুঝে আজও আমি করছি তোমার ভালোবাসায় বিষপান,
হয়তো একদিন প্রকৃতির অমোঘ নিয়মে হৃদয়ে জমে থাকা কালো মেঘের হবে অবসান।