তুমি কি জানো হে প্রিয়া,
তোমাকে দেখার পর,
আমার চলমান জীবনের সব কিছু হয়েছে পর,
আমি এখন আর কবিতা পড়িনা,
তোমার ভাবনায় এখন,
নিজেই লিখতে পারি হাজারো কবিতা।


তুমি কি জানো হে প্রিয়া,
তোমাকে দেখার পর,
আমার চলমান জীবনের সব কিছু হয়েছে পর,
আমি এখন আর পাহাড়ের পাদদেশে ঝর্ণা দেখতে যাই না,
তুমিই তো এখন অগনিত মায়াবী ঝর্ণা হয়ে প্রবাহিত হও আমার হৃদয় মাঝে।


তুমি কি জানো হে প্রিয়া,
তোমাকে দেখার পর,
আমার চলমান জীবনের সব কিছু হয়েছে পর,
আমি আর ফুলের সৌরভ নিতে ফুল বাগানে যাই না,
তোমার সৌরভেই আমি যে এখন  বিমোহিত দিনমান।


তুমি কি জানো হে প্রিয়া,
তোমাকে দেখার পর,
আমার চলমান জীবনের সব কিছু হয়েছে পর,
আমি এখন আর সুন্দরবনের রূপ দেখতে যাই না,
তোমার অপরূপ সৌন্দর্যেই আমি যে বিমুগ্ধ।


তুমি কি জানো হে প্রিয়া,
তোমাকে দেখার পর,
আমার চলমান জীবনের সব কিছু হয়েছে পর,
আমি এখন আর সমুদ্র স্নানে যাই না,
তোমার হৃদয় সমুদ্রেই স্নান করি অবিরত।


তুমি কি জানো হে প্রিয়া,
তোমাকে দেখার পর,
আমার চলমান জীবনের সব কিছু হয়েছে পর,
আমি গভীর অরণ্যে পাখির কলরব শুনতে যাই না,
তোমার শ্বাস প্রশ্বাসের উষ্ণতায় আমি যে উন্মাতাল।


তুমি কি জানো হে প্রিয়া,
তোমাকে দেখার পর,
আমার চলমান জীবনের সব কিছু হয়েছে পর,
আমি এখন আর বৃষ্টিতে ভিজি না,
তোমার ভালোবাসার বৃষ্টিতে ভিজেই আমি যে একাকার।


তুমি কি জানো হে প্রিয়া,
তোমাকে দেখার পর,
আমার চলমান জীবনের সব কিছু হয়েছে পর,
আমি অন্য কোন চোখে চোখ রাখি না,
তোমার চোখেই যে আমার স্বপ্ন বহমান।