যদি তোমার হাঁটা পথে
আমি পথ খুঁজে পাই
যদি তোমার সাজানো বাগানে
আমি গন্ধ খুঁজে বেড়াই
যদি তোমার হাসিতে
আমি মুক্তার দেখা পাই
তোমার ক্ষতি কি?


যদি তোমার আনন্দে
আমি আনন্দিত হই
যদি তোমার ব্যথায়
আমি ব্যথিত হই
যদি তোমার স্বপ্নে
আমি বিভোর হই
তোমার ক্ষতি কি?


যদি তোমার সান্নিধ্যে
আমি নষ্ট পথ ভুলে যাই
যদি তোমার ছায়ায়
আমি আশ্রয় খুঁজে পাই
যদি তোমার মায়ায়
আমি বিমোহিত হই
তোমার ক্ষতি কি?


যদি তোমার সংস্পর্শে
আমি বিমুগ্ধ হই
যদি তোমার পরশে
আমি পুলকিত হই
যদি তোমার ভালোবাসায়
আমি কষ্ট ভুলে যাই
তোমার ক্ষতি কি?


যদি একটু ভালোবাসো
যদি একটু কাছে আসো
যদি একটু মায়ায় জড়াও
তোমার ক্ষতি কি?