ভাবনায় আসো তুমি,
যখন নিস্তব্ধ রাতে বিছানায় পড়ে থাকি একা,
তখন স্বপ্নের রং তুলি দিয়ে, হৃদয়ে সাজাই তোমায়,
কখনো কেট উইন্সলেট আবার কখনো মাধুরী দীক্ষিতের মতো।


ভাবনায় আসো তুমি,
যখন অলস অবসর সময় কাটতে চায় না,
তখন কাগজ-কলম সামনে নিয়ে,
হয়ে যাই আমি কাজী নজরুল কিংবা রবীন্দ্রনাথ।


ভাবনায় আসো তুমি,
যখন একাকীত্ব অসহায়ত্ব দুমড়ে  মুচড়ে দেয় আমায়,
তখন কল্পনার ঘোরে হয়ে যাই আমি সম্রাট শাহজাহান,
স্বপ্নময় রাজ্যে তৈরি করে নেই প্রাসাদ তাজমহল।


ভাবনায় আসো তুমি,
যখন স্লোগানে স্লোগানে মুখরিত থাকি রাজপথে,
তখন মিছিলের মাঝে তোমার ভাবনায় বিভোর হয়ে,
স্লোগান ছেড়ে উচ্চস্বরে তোমার নামটি জপতে থাকি।


ভাবনায় আসো তুমি,
যখন পার্ক কিংবা সৈকতে অন্য কোন নারী দেখি,
তখন ক্ষণিকেই চোখ ফিরায়ে,
হৃদয় বন্দরে তোমার মূর্তি  স্থাপন করি।


ভাবনায় আসো তুমি,
যখন বয়সের দোষে উন্মাদনায় মেতে উঠি,
তখন ক্ষণিকেই তোমার কথা ভেবে, উন্মাদনা ফেলে রেখে,
কল্পনায় প্রচন্ড আবেগের বশে,বুকের মধ্যে জড়িয়ে তোমায় ধরি।


ভাবনায় আসো তুমি,
যখন হয়ে যাই আমি অসামাজিক,
তখন তোমার কথা ভেবে, অসামাজিকতার খোলস ছেড়ে,
তোমাকে সাজাই আমি, সামাজিকতার শৃংখল বন্ধনে।


রচনাকাল > ০৭ মে ২০০০