যদি বলি ভালো আছি
মিথ্যে বলবো,
যদি বলি ভালো নেই
তাও মিথ্যে বলবো,
আসলে আমি কেমন আছি
তা জানে শুধুই অন্তর্যামী।


তবে জানি আজ এই ক্ষণে
চারিদিকে বিষাদের ছায়া
ফুলের বাগানে গন্ধ নেই
নদীর পানিতে আজ স্রোত নেই
সাগরের ঢেউয়ে আজ গর্জন নেই
আমার মনে আজ রং নেই
আমার হৃদয়ে আর ভালোবাসা নেই।


ভালোবাসা ছুড়ে দিলাম আজ
অথৈ সাগর জলে
যাতে ভেসে ভেসে ভালোবাসা চলে যায়
প্রতিটি সাগর মহাসাগরের কিনারে
সমুদ্র স্নানে যাবে যারা
তারা যাতে শুনতে পায়
ভালোবাসার আহাজারি।
আমি তো আর ভালোবাসি না
শুনতে চাইনা আর ভালোবাসার আহাজারি।


আমি না হয় ভালোবাসা খুঁজে নেবো
আমার লিখা কবিতার প্রতিটি পংক্তিমালায়
আমি না হয় ভালোবাসা খুঁজে নেবো
তোমার সাথে অযুত স্মৃতির ভাণ্ডারে
আমি না হয় ভালোবাসা খুঁজে নেবো
তোমার সাথে দিবানিশি অতীত আলাপনের মাঝ থেকে
আমি না হয় ভালোবাসা খুঁজে নেবো
তোমার দেয়া যাতনা অবহেলা আর অপমানে।


তুমি ভালো থেকো, ভালো থেকো
সৌরভ ছড়াও তোমার বাগানে
তোমার নদীতে স্রোতস্বিনী হয়ে বহে যাও
তোমার সমুদ্রে ঢেউ জাগাও
ভালো থেকো তুমি ভালো থেকো।