হরিণীর মতো টানা কাজল কালো চোখের
মায়াবী মায়াবী অ'পলক চাহনি,
মোহ জাগানিয়া মুক্ত ঝরানো হাসি
ভালোবাসি ভালোবাসি।

তোমার ঠোঁটের লাল আভায়
কি যে যাদু,কি যে মধু,
চুম্বনের স্বাদের স্রোতে ভাসি
ভালোবাসি ভালোবাসি।


তোমার নাসিকার নিঃস্বাসে
গভীর প্রেমের উচ্ছ্বাসে,
এই হৃদয় তোমার হৃদয়ে মিশে বলে
ভালোবাসি ভালোবাসি।


তোমার কানের দুলের  দ্যুতিময়তায়,
মন যে আমার বার বার ভোলায়
অসীম প্রেমের উষ্ণতায়
ভালোবাসি ভালোবাসি।


এলোমেলো চুলের মাতালতায়
করে যে আমায় উন্মত্ততা,
চৈতন্য হারিয়ে বারে বারে বলি
ভালোবাসি ভালোবাসি।


তোমার হেলে দোলে হেটে যাওয়া,
বিমুগ্ধ নয়নে চেয়ে চেয়ে
আমি যে যাই মরে মরে
ভালোবাসি ভালোবাসি।


তোমার কোমরের বিছার উজ্জ্বলতা,
আমার চোখে জাগায় মুগ্ধতা,
চোখ যে নেশায় পড়ে বলে
ভালোবাসি ভালোবাসি।


তোমার বুকের ধড়ফড় কাঁপুনি
আমার বুকে জাগায় শিহরণ,
শিহরিত হৃদয় বলে উঠে
ভালোবাসি ভালোবাসি।


তোমার হাতের আলতো ছোঁয়ায়
মগ্নতায় বিভোর হয়ে,
এই মন অজান্তে বলে বসে
ভালোবাসি ভালোবাসি।


তোমার  নগ্ন পায়ের চলা
হৃদয়ে জাগায় দোলা,
উষ্ণ আবেগী মগ্নতায়
ভালোবাসি ভালোবাসি।