ভেবেছিলাম !
কোন এক বিশেষ দিনে,
অভিমানী মনের নীল বেদনাকে
দু'হাতের মুঠোয় ভরে উড়িয়ে দিবে নীল আকাশে।


ভেবেছিলাম !
কোন এক বিশেষ দিনে,
হৃদয়ের ব্যরিকেড খুলে দিয়ে
অবাধ বিচরণের পথ করে দিবে মনের সীমান্ত পারাপারে।


ভেবেছিলাম !
কোন এক বিশেষ দিনে,
মাটিতে পড়ে থাকা অগোছালো নিস্প্রভ ফুলগুলোকে
ফুলদানিতে সাজিয়ে গুছিয়ে রাখবে পরম যতনে আমায় স্মরণে।


ভেবেছিলাম !
কোন এক বিশেষ দিনে,
নজরুল কিংবা রবীন্দ্রনাথের প্রেমের কবিতা নীল খামে পাখির ঠোঁঠে পাঠিয়ে বলবে, যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে।


ভেবেছিলাম !
কোন এক বিশেষ দিনে,
আমার কবিতা পড়ে মন্তব্যের ঢালী সাজাবে আবেগী মনে, মনের মাধুরি মিশিয়ে অনিন্দ্য সুন্দর  শব্দশৈলীতে।


ভেবেছিলাম !
কোন এক বিশেষ দিনে,
মৌনতাকে আড়ি দিয়ে
হীরা চুন্নি পান্নার গল্পে মেতে উঠবে আপন মনে অতীততের কষ্ট ভুলে।


ভেবেছিলাম !
কোন এক বিশেষ দিনে,
আচমকা আমার মুঠোফোনে ভেসে আসবে তোমার সুললিত কণ্ঠে, হ্যালো.. শুনতে কি পাচ্ছো, কেমন আছো তুমি।


আমার সব ভাবনা ভুল প্রমাণ করে,
তুমি আজ এই বিশেষ দিনে,
এখনো রইলে দুঃখকে বুকে পুষে রেখে,
আমার কাছ থেকে শত সহস্র মাইল দূরে,
এক পাহাড় অভিমান নিয়ে।