সময়ের সাথে পাল্লা দেবার
সাধ্য আছে কার,
সময় সে তো পাগলা ঘোড়া
লাগাম মানে না।
ঘড়িটা তো যন্ত্র শুধু
বোবা হয়ে রয়,
সময় সে তো টগবগিয়ে
সামনে চলে যায়।
ঘড়ির কাঁটায় সময় তো আর
থমকে থাকে না,
শুধু শুধু ঘড়ির পানে
চেয়ে থাকার কিই বা আছে মানে।
যায় দিন যায় ভালো
বুঝিনি তো মোরা,
আসে দিনের অপেক্ষায়
পড়ে রই সেথা।