যদি !
হতাম আমি বেলি ফুল !
হয়তো ফুলের দোকান থেকে মূল্য দিয়ে কিনে সযত্নে জড়িয়ে রাখতে তোমার খোপায়।
আর আমি তখন সুবাস ছড়াতাম তোমার চারপাশে।


যদি !
হতাম আমি প্রজাপতি !
উড়ে উড়ে বারে বারে চলে যেতাম তোমার বারান্দায়।
তুমি যখন আনমনে গুনগুনিয়ে গাইতে প্রেমের গান,
আমি তখন তোমার নরম শরীরে স্পর্শতায় শিহরণ জাগাতাম।


যদি !
হতাম আমি লাল পিঁপড়ে !
অবিরত হাঁটতাম তোমার সাজানো বিছানার চারিধারে।
তুমি যখন থাকতে স্বপ্নবিলাসী কল্পনায়,
আমি তখন দুষ্টুমিতে হুল ফুটাতাম তোমার ঐ লাল মায়াবী গালে।


যদি !
হতাম আমি বৃষ্টি !
খোলা আকাশের নীচে বের হলেই ভিজিয়ে দিতাম তোমার সোনার অঙ্গখানি।
বৃষ্টির মিষ্টি পানির মধুর ছোঁয়ায় হতে তুমি উন্মাতাল।


যদি !
হতাম আমি সাগরের স্বচ্ছ জল !
যখন নামতে তুমি জলখেলায়,
মধুর আলিঙ্গনে জড়িয়ে তোমায় শিহরিত হতাম।


যদি !
হতাম আমি সূর্য !
তুমি ঘর থেকে বের হলেই,
আমার আলোয় আলোকিত করে রাঙিয়ে দিতাম তোমার সারাটি দিন।


যদি !
হতাম আমি চাঁদ !
যখন তুমি ব্যালকনিতে বসে পড়তে উপন্যাস,
তোমার নিঝুম রাতের একাকীত্বের সাথী হতাম।


যদি !
হতাম আমি আয়না !
সাজতে যখন তুমি আয়নার সামনে,
আমি নীরবে মুগ্ধ হতাম দেখে তোমার রহস্যময় অপরূপ সৌন্দর্য্য।